হোপ ফাউন্ডেশন অব ওমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ পরিচালিত কক্সবাজার মা ও শিশু হাসপাতালে ৮-১২ ই নভেম্বর পর্যন্ত ৪৭ জন ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনা খরচে অপারেশন করেছে। স্মাইল বাংলাদেশের ইউ,এস এর সহযোগীতায় আয়োজিত এই কর্মসুচিতে ডাঃ শাহেদ আজিজের নেতৃত্বে আমেরিকার নিউ জার্সির প্রখ্যাত ১০ জন ডাক্তার অংশ নেন।
বিশেষজ্ঞগণের মতে প্রতি ৭০০ জনের মধ্যে একজন এ প্রকার রোগী হয়ে থাকে। তবে ধনাঢ়্য পরিবারের সন্তানগন সময় মত প্রয়োজনীয় অপারেশন করাতে পারলেও হত দরিদ্র পরিবারের সন্তানগণ অর্থাভাবে অপারেশন করাতে পারেনা। এ মহতী উদ্যোগের মাধ্যমে গরীব পরিবারের সন্তানগণ সকলের মত হাসবেন এ প্রেক্ষাপটে স্মাইল বাংলাদেশ উদ্যোগ করে এবং অপারেশন থিয়েটারে কর্মসুচী সম্পাদন করা হয়। চট্টগ্রামের লোহাগাড়া সহ কক্সবাজার জেলার সকল উপজেলা, পার্বত্য চট্টগ্রামের লামা উপজেলা হতে ৮১ জন রোগী তালিকা ভুক্ত করা হয়েছে। তদমধ্যে ৪৭ জনের অপারেশন করা হয়। অদ্য স্থানীয় সাংসদ জনাব লুৎফুর রহমান কাজলএবং জেলা প্রশাসক জনাব মো গিয়াসউদ্দিন আহমদ কক্সবাজার মা ও শিশু হাসপাতালে অপারেশন কর্মসূচী পর্যবেক্ষণ করেন এবং সেবার মান ও পরিমান দেখে সšেতাষ প্রকাশ করেন।