স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য দেশের ৩০ জন স্বনামধন্য চিকিৎসককে পুরস্কারে ভূষিত হয়েছেন এসকেএফ-অলিটালিয়া অ্যাওয়ার্ড ২০১০-১১। সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিওরোলজি, কার্ডিওলজি, গাইনি, পেডিয়েট্রিকস মেডিসিন, সার্জারিসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের এ পুরস্কার দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডবিষয়ক উপদেষ্টা ড. সাঈদ মোদ্দাসের আলী। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, বাংলাদেশ ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল আবুল কালাম আজাদ, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব প্রমুখ।