Home স্বাস্থ্য সংবাদত্বকের মেছতা সমস্যা এবং সমাধান

ত্বকের মেছতা সমস্যা এবং সমাধান

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

মেছতা সাধারনত গালের দুই পাশে দেখা যায়। শুরুতে দাগ হালকা থাকলেও ধীরে ধীরে গাঢ় বাদামি হয় মেছতা।
বয়স বাড়লে ত্বকের কোষ নতুনভাবে গঠিত হতে পারে না তাই মেছতার সমস্যার সমাধানে প্রয়োজন এজ কন্ট্রোল ট্রিটমেন্ট। এটি ত্বককে ৯০ ভাগ ঠিক করে দেয়।
সাইট্রিক অ্যাসিড আর গাইক্লোলিক সলিউশনে আছে অ্যান্টি-এজিং উপাদান। আর সাইট্রিক অ্যাসিড অত্যন্ত ক্ষমতাসম্পন্ন অ্যান্টি-অঙ্েিডন্ট।
উপকারিতা

– উজ্জ্বলতা বাড়ায়
– রক্ত চলাচল বাড়ায়
– মেছতা বাড়ে না

অর্গ্যানিক ফেসিয়াল
মেছতার দাগকে হালকা করতে ফেসিয়ালও করতে পারেন। এক্ষেত্রে অর্গ্যানিক ফেসিয়াল খুবই কার্যকর। ফল, সবজি এবং বিভিন্ন ঔষধি ফলের নির্যাস দিয়ে বানানো এই ফেসিয়াল। বাড়িতে চেষ্টা না করে পার্লারে করাই ভালো। তবে নিয়মিত করতে হবে। পার্লারে খরচ পড়বে ১২০০ টাকা।
লক্ষ রাখুন
– মেছতা চিকিৎসা বাড়িতে সম্ভব নয়। পার্লারে কয়েক মাস সময় নিয়ে করতে হবে। মেছতার ধরনের উপর নির্ভর করবে খরচ। তবে প্রতি সেশনে ৫০০-১০০০ টাকা প্রয়োজন।
– না জেনে ক্রিম বা লোশন ব্যবহার করবেন না।
– মেছতা থাকলে বেশি রোদ বা আগুনের তাপের কাছে যাবেন না। তাহলে বেড়ে যাবে।

You may also like