৬
ব্যবস্থাপত্রে ওষুধের জেনেরিক নাম ও স্পষ্ট অক্ষরে ব্যবহারবিধি লিখতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছে বারডেম জেনারেল হাসপাতাল। গত ৯ জুলাই বারডেম হাসপাতালের পরিচালক (প্রশাসন) ব্রি. জে. (অব.) ডা. মোহাম্মদ মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বারডেম ও বারডেম জেনারেল হাসপাতালে (মহিলা ও শিশু) ভর্তিকৃত রোগীদের ব্যবস্থাপত্রে ওষুদের জেনেরিক নাম বড় অক্ষরে (CAPITAL LETTER) এবং ওষুধের ব্যবহারবিধি স্পষ্ট অক্ষরে লেখার জন্য সকল চিকিৎসক ও কনসালটেন্টকে অনুরোধ করা হলো।
মহাপরিচালকের নির্দেশে এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।