Connect with us

নির্বাচিত

মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরু ৫ জুন

Published

on

সারাদেশের মেডিকেল কলেজগুলোর এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী।

তিনি বলেন, ‘আগামী ৫ জুন থেকে এমবিবিএস প্রথম বর্ষের শুরু হচ্ছে। নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নিতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২৩-২০২৩ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ৫ জুন ২০২৪ তারিখ থেকে শুরু হবে।’

Continue Reading
Advertisement