Connect with us

ফিচার

পেশা হিসেবে ডেন্টিস্ট

যে কয়টি সেবামূলক পেশা রয়েছে তার মধ্যে চিকিৎসা পেশা অন্যতম। চিকিৎসকদেরও বিভিন্ন ধরণ রয়েছে। কেউ হৃদরোগ বিশেষজ্ঞ, কউ চর্মরোগ বিশেষজ্ঞ আবার কেউ বা দন্ত বিশেজ্ঞ। বর্তমানে দন্ত বিশেষজ্ঞদের চাহিদা বেড়েই চলেছে। ইচ্ছা করলে পেশা হিসেবে ডেন্টিস্টকে গ্রহণ করা যায়। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ। এটি প্রাইভেট সেক্টরে প্রতিষ্ঠিত দেশের প্রথম […]

Published

on

যে কয়টি সেবামূলক পেশা রয়েছে তার মধ্যে চিকিৎসা পেশা অন্যতম। চিকিৎসকদেরও বিভিন্ন ধরণ রয়েছে। কেউ হৃদরোগ বিশেষজ্ঞ, কউ চর্মরোগ বিশেষজ্ঞ আবার কেউ বা দন্ত বিশেজ্ঞ। বর্তমানে দন্ত বিশেষজ্ঞদের চাহিদা বেড়েই চলেছে। ইচ্ছা করলে পেশা হিসেবে ডেন্টিস্টকে গ্রহণ করা যায়। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ। এটি প্রাইভেট সেক্টরে প্রতিষ্ঠিত দেশের প্রথম ও একমাত্র মহিলা ডেন্টাল কলেজ। এর পরিচালনা ও নিয়ন্ত্রণে একদল প্রতিশ্রুতিশীল দক্ষ ব্যক্তি রয়েছে। নিজস্ব বহুতল ভবনে এ কলেজ প্রতিষ্ঠিত। মেয়েদের ডেন্টাল শিক্ষাদানের এবং স্বল্প খরচে সর্বসাধারণ্যে চিকিৎসা সেবাদান কলেজ প্রতিষ্ঠার মূল লক্ষ্য। কলেজ এবং হাসপাতালের কাজের সুবিধাকে লক্ষ্য রেখেই ভবনটি নির্মিত হয়েছে।

এ কলেজে আন্তর্জাতিক মানের ডেন্টাল শিক্ষা প্রদান করা হয় যেখানে ছাত্রীরা উচ্চ শিক্ষিত এবং দক্ষ দন্ত চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। ওর‌্যাল অ্যান্ড ডেন্টাল ডিজিজের ক্ষেত্রে গবেষণা এবং অধ্যয়ন, দেশে দন্ত চিকিৎসার উন্ন্নয়ন সাধন, উচ্চ দক্ষতাসম্পন্ন ডেন্টাল সার্জন, টেকনোলজিস্ট, ডেন্টাল হাইজিনিস্ট এবং নার্স তৈরি করা, সমাজে আধুনিক ওরাল অ্যান্ড ডেন্টাল হেলথ সার্ভিস প্রবর্তন করা, আধুনিক বিশেষায়িত ডেন্টাল হসপিটাল প্রতিষ্ঠা, ওরাল হাইজিন সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে জনগণকে প্রশিক্ষণদান এবং ওরাল ডেন্টাল সায়েন্স পড়তে মেধাবী শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করাই কলেজ প্রতিষ্ঠার প্রাথমিক উদ্দেশ্য ছিল।

শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি ও পাঠকক্ষ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ভবনের নিরাপদ ও আরামদায়ক স্থানে প্রতিষ্ঠা করা হয়েছে। ৬০ জন ছাত্রীর রিডিংরুমে এক সঙ্গে পড়ার সুযোগ আছে। আলাদা বসার ব্যবস্থা এবং কোলাহলমুক্ত পরিবেশে পড়ার চমৎকার পরিবেশ এখানে। কাউন্টার থেকে বই নিয়ে ছাত্রীরা তা লাইব্রেরিতে পড়তে পারেন।

সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে রয়েছে এনাটমি, বায়োকেমেস্টি অ্যান্ড ফিজিওলজি ল্যাবরেটরি, ডিসেকশন হল, মাল্টিমিডিয়া সমৃদ্ধ লেকচার রুম, অডিটোরিয়াম, ক্যান্টিন, কমনরুম, অফিস, প্যাথলজি ডিপার্টমেন্ট, টিচার্স রুম ইত্যাদি। এ ছাড়াও কলেজের নিজস্ব ভবনে মনোরম ও নিরিবিলি পরিবেশে একটি ছাত্রী হোস্টেল রয়েছে।

সম্পূর্ণ কলেজ ও হাসপাতালটি সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় মেয়েদের নিরাপত্তা সর্বাধিক। সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে রয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। বেসরকারি মহিলা ডেন্টাল কলেজ হিসেবে দন্ত চিকিৎসা শিক্ষা এবং দন্ত চিকিৎসা সেবার ক্ষেত্রে এ কলেজ পালন করছে অগ্রণী ভূমিকা। এখানকার শিক্ষার পরিবেশ সন্তোষজনক। বিশেষ করে ছাত্রীদের বসবাসের পরিবেশ অত্যন্ত নিরাপদ। প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা তারা পাচ্ছে।

Advertisement

যোগাযোগ : ১১১ ডিআইটি রোড, মালিবাগ। ফোন : ৯৩৪০২০৩-৪,০১৭৫১৭৭৯৬০৯।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি2 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement