॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, অসহায় মোঃ গোলাম ফারুকের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাঁর ব্রেনে টিউমার ধরা পড়েছে। তিনি ফুসফুস ক্যান্সারেও ভুগছেন।
জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। কিন্তু ফারুকের পরিবারের পক্ষে এ ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের রাজরামপুর গ্রামে তাঁর বাড়ি। তিনি স্বল্প মূলধন নিয়ে ঘড়ির ব্যবসা করেন। তাঁর সংসারে রয়েছে তিন সন্তান। দু’মেয়ে স্কুলে এবং এক মেয়ে কলেজে লেখাপড়া করছে। মেয়েদের লেখাপড়ার খরচ মেটাতে গিয়ে ইতোমধ্যে সামান্য জমিটুকুও বিক্রি হয়ে গেছে।
সংসারের ভরণপোষণ, মেয়েদের লেখাপড়া এবং নিজের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে অসহায় হয়ে পড়েছেন মোঃ ফারুক। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায় ফারুকের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় পরিবার।
মৃত্যুপথযাত্রী ফারুকের চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭১৮৪৭৩৯২০। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোঃ আব্দুল জব্বার, দি সিটি ব্যাংক (অনলাইন), হিসাব নং ২৮০১২২৮৯৩৯০০১।