Connect with us

স্বাস্থ্য সংবাদ

টাকার অভাবে চিকিৎসা বন্ধ নূরজাহানের, সাহায্য করুন

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, অসহায় দুঃস্থ নূরজাহানের (৪২) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি জরায়ু টিউমার সমস্যায় আক্রান্ত। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ৩০ হাজার টাকা। কিন্তু নূরজাহানের পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। শিশুসন্তান ছাড়া তাঁর কেউ নেই। অন্যের বাসাবাড়িতে কাজ করে […]

Published

on

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, অসহায় দুঃস্থ নূরজাহানের (৪২) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি জরায়ু টিউমার সমস্যায় আক্রান্ত। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ৩০ হাজার টাকা। কিন্তু নূরজাহানের পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। শিশুসন্তান ছাড়া তাঁর কেউ নেই।

অন্যের বাসাবাড়িতে কাজ করে তিনি শিশুসন্তানকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটান। ডাক্তার দেখানোর টাকাও তাঁর ছিল না। এক দানশীল ব্যক্তির সহায়তায় তিনি চিকিৎসকের কাছে যান এবং ল্যাব পরীক্ষা করান। ল্যাব পরীক্ষায় তাঁর জরায়ু টিউমার ধরা পড়ে।

টাকার অভাবে বর্তমানে তাঁর চিকিৎসা বন্ধ রয়েছে। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। নূরজাহানের কিছু হলে তাঁর শিশুসন্তানকে দেখার আর কেউ থাকবে না। এমন চিন্তা করে কেঁদেই চলেছেন নূরজাহান। তাঁর সুস্থ থাকার ওপরই শিশুসন্তানটির ভবিষ্যত জীবন নির্ভর করছে। এমতাবস্থায় নিজের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন নূরজাহান।

অসহায় নূরজাহানের চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৩৬১০৩৭৯৪।

Continue Reading
Advertisement