॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥ সারা বছর কোন না কোন শারীরিক সমস্যা লেগে থাকতে পারে । কিন্তু বিশেষ করে ঋতু পরিবর্তনে শিশুর শরীরেও দেখা দেয় নানা সমস্যা। এর মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের সংক্রামক রোগ যেমন : হাম, জলবসন্ত, মাম্পস সঙ্গে সর্দি, কাশি ও ইনফ্লুয়েঞ্জা। এ ছাড়া নানা ধরনের পেটের পীড়া ও শ্বাসনালি তথা নাক, কান ও গলার বিভিন্ন ধরনের প্রদাহ।
শ্বাসনালির শুরুতেই রয়েছে নাক ও সাইনাসম তারপর গলা এবং সেই সঙ্গে কান। গলায় রয়েছে টনসিল, গলবিল ও স্বরযন্ত্র। সর্বোপরি এ ৩ অঙ্গের মধ্যে রয়েছে সরাসরি যোগাযোগ। যাতে কোনো একটি আক্রান্ত হলেই অন্যগুলোতে প্রদাহ ছড়িয়ে পড়ে। তাই এ সময় নাক, কান, গলাসহ শরীরের যত্ন নেওয়া ও আবহাওয়ার প্রতিকূল অবস্থায় যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। আর এসবের জন্য পরামর্শ নিতে হবে নাক, কান, গলা রোগ সম্পর্কিত কোনো শিশু বিশেষজ্ঞের কাছ থেকে।