কোনো প্রকার জন্মনিরোধক ব্যবস্থা ছাড়াই কমপক্ষে ১ বছর নিয়মিত যৌন মিলনেও গর্ভধারণ না হলে তাকে বন্ধ্যাত্ব বলা হয়। পুরুষ মানুষের শারীরিক অসুস্থতা, হরমোন জনিত অসুবিধা, প্রজনন তন্ত্রের অস্বাভাবিকতা ও নালীপথ বন্ধ, যৌন দূর্বলতা প্রভৃতি অবস্থা স্থায়ী বা অস্থায়ীভাবে শুক্রাণু তৈরীতে প্রভাব বিস্তার করে এবং গর্ভধারণে অসুবিধা করে।
পুরুষ বন্ধ্যাত্বের কারনসমূহঃ
– শুক্রাণু তৈরি না হওয়া
– টেস্টোস্টেরোন নামক হরমোনের অভাব
– বন্ধ্যাত্ব জন্মগত হতে পারে
– প্রজনন তন্ত্রের নালী বন্ধ হয়ে যাওয়া
– অন্ডকোষ বা অন্ডথলির সমস্যা
– কেমোথেরাপি
– মাম্পস
– আঘাতজনিত অণ্ডকোষের ক্ষতি
– উচ্চরক্তচাপের ঔষধ সেবন
– অণ্ডকোষের ক্যান্সার
– হরমোনজনিত সমস্যা