Home জেনে রাখুন, সুস্থ থাকুনঈদে ঘরমুখী মানুষের জন্য ডেঙ্গু সম্পর্কে সতর্কতামূলক পরামর্শ

ঈদে ঘরমুখী মানুষের জন্য ডেঙ্গু সম্পর্কে সতর্কতামূলক পরামর্শ

পবিত্র ঈদে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন শহর থেকে ঘরমুখী মানুষের জন্য সরকারিভাবে ডেঙ্গু সম্পর্কে কতিপয় সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমানে ছড়িয়ে পড়া ডেঙ্গু থেকে রেহাই পেতে আজ বুধবার সরকারের পক্ষ থেকে এ পরামর্শ দেওয়া হয়।

সরকারি এক তথ্যবিবরণীতে পবিত্র ঈদে বাড়ি যাওয়ার সময় বাসার সব কক্ষের দরজা-জানালা ভালোভাবে বন্ধ করার পাশাপাশি বাসার টয়লেটের কমোড ঢেকে রাখা, বাথরুম-টয়লেটের জানালা বন্ধ করা এবং বালতি, বদনা ও ড্রাম খালি অবস্থায় উল্টো করে রেখে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া তথ্যবিবরণীতে বলা হয়, বারান্দায়, ছাদে ফুলের টব বা এমন কোনো পাত্র রাখা যাবে না যেখানে বৃষ্টির পানি জমতে পারে।

সোফা, পর্দা ও ঝুলন্ত কাপড়ের নিচে লুকিয়ে থাকে এডিস মশা। এসব জায়গায় অ্যারোসল স্প্রে করা এবং ফ্রিজের পানি জমার জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে তথ্যবিবরণীতে। বিবরণীতে আরও বলা হয়, রান্নাঘরে কোথাও যেন পানি জমে না থাকে তা খেয়াল করে দেখা, যাওয়ার আগে ঘরের মেঝে, বারান্দা ও বাথরুম পরিষ্কার ও অ্যারোসল স্প্রে করা, অব্যবহৃত বোতল, কনটেইনারসহ অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া এবং অফিস, আঙিনা এবং কর্মস্থলেও অনুরূপ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

You may also like