সমস্যা : কিছুদিন ধরে আমার বাবা মেরুদণ্ডের ভেতরে ব্যথা অনুভব করছেন এবং মল ত্যাগের সময় রক্তক্ষরণ হচ্ছে। দু’সপ্তাহ তার পিতার ওজন প্রায় ৮ কেজি কমে গেছে। এর আগে তিনি আলসার ও পাইলস রোগে ভুগছিলেন।
স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করেও তেমন কোনো ফল না পাওয়ায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বিভিন্ন ধরনের পরীক্ষা করে জানতে পারেছি আমার পিতা অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত। এ রোগের সমাধান ও করণীয় কী?
মোঃ সাইফুল ইসলাম (৫৩) সিরাজগঞ্জ সদর
সমাধান : বর্ণনা শুনে ধারণা হচ্ছে আপনার পিতা অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত এবং সম্ভবত মেরুদণ্ডের হাড়ে তা ছড়িয়েও পড়েছে। এ বিষয়ে আরও বিস্তৃতভাবে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। মলদ্বার দিয়ে তাজা রক্ত যাওয়ার কারণ হিসেবে তিনি তার পিতার পাইলস রোগের কথা উল্লেখ করেছেন। এ অবস্থায় অগ্ন্যাশয়ের সমস্যা থাকে ভিন্ন প্রকৃতির। অগ্ন্যাশয়ের ক্যান্সারের চিকিৎসার প্রথমত রোগের বিস্তৃতি জেনে চিকিৎসার পদ্ধতি এবং ধরন নির্ধারণ করে থাকেন ক্যান্সার বিশেষজ্ঞরা। প্রচলিত চিকিৎসার মধ্যে রোগের স্তর ও বিস্তৃতিভেদে সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি_ এই তিনটির যে কোনো একটি বা একাধিক পদ্ধতি গ্রহণের প্রয়োজন হতে পারে। আর পাইলসের জন্য কোলেরেস্টাল সার্জারি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শক্রমে ব্যান্ড, ইনজেকশন কিংবা সার্জারির সহায়তা নেওয়া যেতে পারে।
অধ্যাপক ডা. মোঃ হাফিজুর রহমান আনসারী
ক্যান্সার বিশেষজ্ঞ, পরিচালক ও অধ্যাপক
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা