Connect with us

স্বাস্থ্য সংবাদ

লিভার চিকিৎসা বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলন ‘লিভারকন-২০১৯’ ৪ মে থেকে

Published

on

বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন লিভারকন-২০১৯ শুরু হচ্ছে আগামী ৪ মে। দুইদিন ব্যাপী এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন লিভারকন-২০১৯ আগামী ৪ ও ৫ মে যথাক্রমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

১৫ তম এই আয়োজন টি বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর দা স্টাডি অফ লিভার ডিজিজ প্রতিবছরের ন্যায় এবছরও আয়োজন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

লিভারকন-২০১৯ প্রসঙ্গে সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) জানান, এবারের লিভারকনে দেশের প্রায় ৫০০ লিভার- পরিপাকতন্ত্র মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন। এছাড়াও জাপান, ভারত ও ভুটানের প্রায় ১০ জন লিভার বিশেষজ্ঞ এবং দেশীয় লিভার বিশেষজ্ঞরা এই সম্মেলনে তাদের বৈজ্ঞানিক নিবন্ধন উপস্থাপন করবেন।

https://www.youtube.com/watch?v=7pVmkOrNDjM

Advertisement

লিভারকন-২০১৯ উপলক্ষে বাণী প্রদান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের লিভার বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বকারী সংগঠনটি কাজ করে আসছে। পাশাপাশি এদেশের লিভার চিকিৎসার প্রসার ও গবেষণায় এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনটির সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন এদেশের অন্যতম প্রবীণ লিভার বিশেষজ্ঞ ইউজিসি অধ্যাপক অধ্যাপক ডা. সেলিমুর রহমান।

Continue Reading
Advertisement