কক্সবাজার মা ও শিশু হাসপাতালে মেজর অপারেশন কার্যক্রম শুরু

গত ২৯ অক্টোবর থেকে কক্সবাজার মা ও শিশু হাসপাতালে মেজর (বড় ধরনের) অপারেশন শুরু হয়েছে। ডাঃ খোন্দকার আছাদুজ্জমান, কনসালটেন্ট (গাইনী এন্ড অবস), সদর হাসপাতাল,কক্সবাজার রমিজা খাতুনের ‘‘জরায়ুর প্রল্যাপস’’ রোগের হিসট্রেক্টমী অপারেশন সুসম্পন্ন করেছেন।
তাকে সহায়তা করেন ডাঃ শিরিন সুলতানা, কনসালটেন্ট (গাইনী এন্ড অবস), ডাঃ মোহাম্মদ ইউনুচ, ডাঃ মোঃ আয়তাল হক, ডাঃ আব্দুল আউয়াল প্রামানিক। । মহিলা দীর্ঘদিনএরোগে আক্রান্ত ছিলেনএবং অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলেননা। হোপ ফাউন্ডেশনের উদ্দোগে বিনামূল্যেএ অস্ত্রপচার করা হয়। এখন থেকে কক্সবাজার মা ও শিশু হাসপাতালের আধুনিক অপারেশন থিয়েটারে সব ধরনের বড় অপারেশন করা হবে।
Exit mobile version