Connect with us

প্রধান খবর

বিএমইউতে এফসিপিএস সাব স্পেশালিটিতে ভর্তির বিজ্ঞপ্তি

Published

on

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষে এফসিপিএসের ছয় সাব-স্পেশালিটিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিএমইউ উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. নাসরীন আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই বিশ্ববিদ্যালয়ে রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ফিটো-ম্যাটারনাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, কলোরেক্টাল সার্জারি ও হেপাটোবিলিয়ারি সার্জারি সাব-স্পেশালিটিতে প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক এমএস/এফসিপিএস (অবস্ এন্ড গাইনি/জেনারেল সার্জারি) ডিগ্রিপ্রাপ্ত সরকারি, বেসরকারি এবং বিএমইউ প্রার্থীগণের নিকট থেকে জানুয়ারী-২০২৬ ইং সেশনের জন্য নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে। আবেদনপত্র রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখা (ব্লক-বি, ৩য় তলা, কক্ষ নম্বর-২৩৮) থেকে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bmu.ac.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।’

এতে আরও বলা হয়, ‘আবেদনপত্র আগামী ১১ নভেম্বর বেলা ২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র এবং পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ এভিনিউ শাখায় ‘বিএমইউ এ্যাডমিশন ফান্ড হিসাব নম্বর-০৯৪৭১০২০০১৭৩১’এ ৩,০০০/-(তিন হাজার) টাকা জমাদানের রশিদসহ রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।’

‘রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ফিটো-ম্যাটারনাল মেডিসিন এবং গাইনোকোলজিক্যাল অনকোলজি বিষয়ে সরকারী ২টি, বেসরকারি একটি ও বিএমইউ একটি আসন এবং সার্জিক্যাল অনকোলজি, কলোরেক্টাল সার্জারি ও হেপাটোবিলিয়ারি সার্জারি প্রতিটি সাব-স্পেশালিটিতে সরকারি দুইটি, বেসরকারি দুইটি এবং বিএমইউ একটি আসন বরাদ্দ আছে।’—উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

Continue Reading
Advertisement