বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস্ লিঃ (হারবাল ডিভিশন)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেনকে সভাপতি এবং দি একমি ল্যাবরেটরিজ লিঃ-এর অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসিবুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২৪ মার্চ (সোমবার) বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি অফিসে আয়োজিত আনুষ্ঠানিক বৈঠকে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইনসেপ্টা হারবাল ও নিউট্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির ও সহ-সভাপতি হিসেবে আছেন রেনাটা পিএলসি (হারবাল ডিভিশন)-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কায়সার কবির এবং মডার্ন হারবাল ফুড লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আলমগীর মতি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এসবি ল্যাবরেটরিজ-এর শিবব্রত রায় (যুগ্ম সাধারণ সম্পাদক), টোটাল হারবাল ও নিউট্রাসিউটিক্যালস-এর মুন্সী দারুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), এলিয়েন ফার্মা (হারবাল ডিভিশন)-এর সুকুমার বিশ্বাস (কোষাধ্যক্ষ), স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি-এর তপন চৌধুরী (কার্যনির্বাহী সদস্য), ড্রাগ ইন্টারন্যাশনাল-এর এম এ হায়দার হোসেন (কার্যনির্বাহী সদস্য), হামদার্দ ল্যাবরেটরিজ-এর সাইফুদ্দিন মুরাদ (কার্যনির্বাহী সদস্য), পপুলার ফার্মাসিউটিক্যালস্-এর ডাঃ মোস্তাফিজুর রহমান (কার্যনির্বাহী সদস্য), মিরকোনিউট্রিকেয়ার-এর মোঃ মিজানুর রহমান (কার্যনির্বাহী সদস্য), ডিপলেড হারবাল ও নিউট্রাসিউটিক্যালস-এর হাবিবুর রহমান (কার্যনির্বাহী সদস্য), দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিঃ-এর কাজী হারুন-অর-রশিদ (কার্যনির্বাহী সদস্য), লিড হারবাল এণ্ড নিউট্রাসিউটিক্যালস-এর মোঃ নুরুল হোসেন (কার্য- নির্বাহী সদস্য) এবং মার্কো ইউনানী ফার্মা-এর ডাঃ আনোয়ার মুশতাক (কার্যনির্বাহী সদস্য)।