Connect with us

নির্বাচিত

বিএমডিসির নতুন সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম

Published

on

দেশের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কাউন্সিলের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক সার্জারি সাবেক অধ্যাপক ডা. সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএমডিসি পুনর্গঠন করা হয়েছে। এর আগে ২০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুনর্গঠিত বিএমডিসি কাউন্সিলের সভা ২৩ অক্টোবর সকাল ১১ টায় সিরডাপে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সদস্যরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ নির্বাচন ও বিভিন্ন কমিটি গঠন করেন। কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন বিএসএমএমইউয়ের সাবেক অধ্যাপক সাইফুল ইসলাম।

বিএমডিসির নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রাজধানীর উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাফরুল্লাহ চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, বিএসএমএমইউর ফিজিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তাজকিনা আলী ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক মনোনীত হয়েছেন। এছাড়া সংস্থাটির কোষাধ্যক্ষ পদে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান মনোনীত হয়েছেন।

বিএমডিসির স্থায়ী স্বীকৃতি প্রদান কমিটির চেয়ারম্যান পদে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, সদস্য পদে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এস আরেফিন, মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডা. এ কে এম কবির আহমেদ মনোনীত হয়েছেন।

Advertisement

সংস্থাটির শৃংখলা কমিটির চেয়ারম্যান পদে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, সদস্য পদে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারস অ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) সাবেক সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল), সিলেট ইউমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন ও রাজধানীর মেন্ডি ডেন্টাল কলেজে অধ্যাপক ডা. এস এম সালাহউদ্দিন আল আজাদ মনোনীত হয়েছেন।

বিএমডিসির জার্নাল কমিটির চেয়ারম্যান পদে বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, সদস্য পদে আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. ফিরদৌসী কাদরী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) পরিচালক ডা. জিয়াউল ইসলাম ও রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু খুলদুন আল মাহমুদ মনোনীত হয়েছেন।

কমিটি গঠনের পর বেলা তিনটায় বিএমডিসি কাউন্সিলের সদস্যরা স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

কাউন্সিলের সদস্যদের উদ্দেশ্যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘বিএমডিসির চিকিৎসা সেবা প্রাপ্তি সম্পর্কে অভিযোগ প্রাপ্তির নিষ্পত্তির সময় দ্রুত করার পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে রোগী এবং চিকিৎসক দুজনেই বিচারপ্রাপ্তি বিলম্বের মধ্যে না পড়েন।’

এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার মান সমুন্নত রেখে জনগণের মানসম্মত চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএমডিসির সদস্যদের প্রতি আহ্বান জানান।

Advertisement

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. আবু জাফর, বিএসএমএমইউ উপাচার্য সায়েদুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তাবৃন্দসহ পুনর্গঠিত কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Continue Reading
Advertisement