Connect with us

নির্বাচিত

‘টাকা ছাড়াই সবাই নিয়োগ ও প্রমোশন পেয়েছেন’

Published

on

টাকা ছাড়াই সবাই নিয়োগ ও প্রমোশন পেয়েছেন বলে দাবি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিদায়ী উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

‘টাকা ছাড়া নিয়োগ দেননি’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএসএমএমইউ-এর বিদায়ী উপাচার্য বলেন, ‘এগুলো সবই মিথ্যা। যারা নিয়োগ পেয়েছেন, প্রমোশন পেয়েছেন – সবাইকে জিজ্ঞাসা করেন- একটা লোকও বলতে পারবে না তারা কোনো টাকা দিয়েছে।’

সুপার স্পেশালাইজড হাসপাতালের সব কিছু নির্দিষ্ট সময়ে শেষ না হওয়া প্রসঙ্গে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘সরকারের কাছে জনবল চেয়েছিলাম। তারা জনবল দেয়নি, টাকাও দেয়নি। অর্থ না দিলে সঠিক সময়ে কাজ কীভাবে শেষ হবে? আমার ডক্টরদের দিয়ে ওখানে কাজ করাচ্ছি। যখনই জনবল পেয়ে যাব, তখনই ওটা ফুলফিল হয়ে যাবে।’

সাম্প্রতিক ঘটনা নিয়ে মামলা প্রসঙ্গে বিদায়ী উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব প্রক্টরের। তিনি আরও চার বছর থাকবেন। সব দায় দায়িত্ব উনার। আপনারা উনার সঙ্গে কথা বলেন। কেন বিশ্ববিদ্যালয়ে মারামারি আর মামলা হলো?’

Continue Reading
Advertisement