ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের (আইএনএফএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকর পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথমবারের মতো অ্যালামনাইদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইমুমুজ্জামান ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাহিদ মনির।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। নির্বাচনে চৌধুরী তাসনিম হাসিন ও আরিফুল কবির সুজন সহসভাপতি ও মো. সাইফুল ইসলাম মজুমদার যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক, সাদিয়া সবুর দপ্তর সম্পাদক, মো. ওমর ফারুক পলাশ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, মো. ইউনুস আলী ক্রীড়া সম্পাদক এবং নিয়াজ মোর্শেদ সমাজকল্যাণ ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির সদস্য হয়েছেন- মো. আলমগীর হাসান কবির, আখতার জাহান বীথি, মোজাম্মেল হক ভূঁইয়া (হিমু), মো. তারেক হোসেন শিমুল, খালেদা হোসেন মুন, মো. রায়হান সরকার, মো. নাহিয়ান রহমান, ভুলোন প্রসাদ সান্নু, মো. মারুফ এলাহী, মো. রায়হানুল ইসলাম।