Connect with us

স্বাস্থ্য সংবাদ

কবি মোশাররফ শরিফ’র ‘সূর্যোদয়ে সূর্যস্নান’র মোড়ক উন্মোচন

Published

on

অমর একুশে বইমেলা ২০২৩ অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন (কবি মোশাররফ শরিফ) এর ‘সূর্যোদয়ে সূর্যস্নান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বঙ্গমাতা চত্বরে গ্রন্থ উন্মোচন মঞ্চে ‘সূর্যোদয়ে সূর্যস্নান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি মোহাম্মদ সামাদ চমৎকার আলোচনা করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কবি ইয়াফেস ওসমান, বিএমএ সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ সামাদ, বিএমএর সাবেক মহাসচিব ডা. শফিকুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামালুদ্দিন চৌধুরী, বিএমএ নেতা ডা. জিম্মু, অধ্যাপক হারিসুল হক, অধ্যাপক শাহ আলম প্রমূখ।

বইটির উপজীব্য রাজনীতি ও জীবনের অবিচ্ছেদ্য সম্পর্ক তুলে ধরেন। প্রসংগত বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শিশু রাসেল ও মাননীয় প্রধান মন্ত্রীকে নিবেদিত কবিতার উদ্ধৃতি দেন। এসময় কবি মোশাররফ শরিফ ‘সূর্যোদয়ে সূর্যস্নান’ বই থেকে, ‘সংগ্রামে উন্নয়নে শেখ হাসিনা’ কবিতাটি আবৃত্তি করেন।

Continue Reading
Advertisement