Connect with us

স্বাস্থ্য সংবাদ

ক্যান্সারজয়ী হলার বিশ্ব ক্যানসার দিবসে যে বার্তা দিলেন

Published

on

ক্যান্সারজয়ী স্ট্রাইকার সেবাস্তিয়েন হলার (২৮) জার্মান বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে নিজের প্রথম গোলটা করেছেন বিশ্ব ক্যান্সার দিবসেই!

ম্যাচ শেষে বুন্দেসলিগার ওয়েবসাইটকে হলার বলেছেন, ‘যারা আজ ক্যান্সারের সঙ্গে লড়ছেন বা ভবিষ্যতে লড়বেন, এই গোলটা ছিল তাদের প্রতি আমার অনুপ্রেরণার বার্তা।’

মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় সবাইকে উৎসাহিত করার লক্ষ্যে গতকাল শনিবার পালিত হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস। এই দিবস উপলক্ষে তিনি এ বার্তা দেন।

গত বছর গ্রীষ্মকালীন দলবদলে আয়াক্স থেকে ডর্টমুন্ডে নাম লেখান আইভরি কোস্টের এ স্ট্রাইকার। তবে খেলতে নামার আগেই পান অণ্ডকোষের ক্যান্সারে আক্রান্ত হওয়ার দুঃসংবাদ। তিনি অবশ্য হার মানেননি। অস্ত্রোপচার করে টিউমার অপসারণের পর নভেম্বরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। তবে ডর্টমুন্ডের হলুদ-কালো জার্সিতে মাঠে নামতে অপেক্ষা করতে হয় জানুয়ারি পর্যন্ত।