Connect with us

খাদ্য ও পুষ্টি

মায়ের বুকের দুধ বাড়াতে কার্যকর কিছু খাবার

Published

on

মায়ের দুধই নবজাতকের জন্য সবচেয়ে আদর্শ খাদ্য। অনেক মা দুধ কম হওয়ায় চিন্তিত হন — তবে চিন্তার কিছু নেই! কিছু প্রাকৃতিক খাবার দুধের উৎপাদন বাড়াতে সাহায্য করে।

১. ওটস (Oats):
— আয়রন সমৃদ্ধ, দুধ উৎপাদনে সহায়ক।
— সকালে দুধ বা দই দিয়ে ওটমিল খেতে পারেন।

২. মেথি (Fenugreek):
— প্রাকৃতিকভাবে দুধ বাড়াতে পরিচিত।
— ভেজানো মেথির জল পান করুন বা রান্নায় ব্যবহার করুন।

৩. মৌরি (Fennel Seeds):
— হজমে সহায়ক ও দুধের প্রবাহ বাড়ায়।
— খাবারের পর চিবিয়ে বা মৌরি ভেজানো জল পান করতে পারেন।

৪. জিরা (Cumin):
— দুধ বাড়ায় ও হজমে সাহায্য করে।
— রাতে গরম দুধে জিরার গুঁড়া মিশিয়ে পান করুন।

Advertisement

৫. শাকসবজি:
— পালং, লাউ, সজনে, ঢেঁড়শ ইত্যাদি শাকে পুষ্টি ও ফাইটো-ইস্ট্রোজেন থাকে, যা দুধ উৎপাদনে সাহায্য করে।

৬. ডাল ও গোটা শস্য:
— মুগ, মসুর, বাদামী চাল, বার্লি – এগুলো শক্তি ও প্রোটিন সরবরাহ করে।

৭. প্রোটিনযুক্ত খাবার:
— ডিম, মাছ, মুরগি, দুধ, পনির ও বাদাম প্রতিদিনের খাদ্যে রাখুন।

৮. পর্যাপ্ত পানি পান করুন:

— বুকের দুধের ৯০% জল। দিনে অন্তত ৮–১০ গ্লাস জল পান করুন।

বিশেষ টিপস:
— শিশুকে বারবার স্তন্যপান করান — এতে দুধ স্বাভাবিকভাবে বাড়ে।
— পর্যাপ্ত বিশ্রাম নিন ও মানসিক চাপ এড়িয়ে চলুন।
— প্রয়োজনে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি2 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement