Home প্রধান খবরকরোনায় ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯৪

করোনায় ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯৪

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৯৪ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৯৭ হাজার ৫০৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৪৯৮ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ১৩ হাজার ৫৬৩ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১১টি ল্যাবে ১০ হাজার ৯৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৫৫৬টি।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৭ ও নারী দুজন। দেশে করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে চার হাজার ৪৫২ এবং নারী এক হাজার ৩২৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, খুলনায় একজন ও ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মৃতদের সবাই হাসপাতালে মারা গেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২২ লাখ ৪৬ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

You may also like