Home স্বাস্থ্য সংবাদসরকারি হাসপাতালে উপস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তি চালু হবে:স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে উপস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তি চালু হবে:স্বাস্থ্যমন্ত্রী

by স্বাস্থ্য ডটটিভি কনটেন্ট কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, দেশের সব জেলা হাসপাতালে এবং বড় বড় সরকারি হাসপাতালে আধুনিক প্রযুক্তির উপস্থিতি ব্যবস্থা চালু করা হবে। চিকিৎসকেরা হাসপাতালে থাকেন না। এ কারণে রোগীরা তাঁদের কাছ থেকে চিকিৎসা পান না। এ ধরনের সমস্যার দূর করতে সরকার এ উদ্যোগ নিতে যাচ্ছে।

আজ শনিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ষষ্ঠ জাতীয় কনভেনশনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হলে জেলা হাসপাতালগুলোকে স্বাস্থ্যসেবার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের চিকিৎসা ব্যবস্থায় অনেক ত্রুটি আছে। সেগুলো দূর করতে হলে স্বাস্থ্য ব্যবস্থার জন্য অনেক নতুন পথ সৃষ্টির প্রয়োজন।’ উদাহরণ হিসেবে তিনি বলেন, একজন সিভিল সার্জনকে জেলা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা দেখতে হয়। আবার ওই পুরো জেলার স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক দায়িত্বও পালন করতে হয়। এটা কঠিন কাজ। দুজন হলে কাজটি অনেক সহজ হয়ে যাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

You may also like