Home স্বাস্থ্য সংবাদস্বাস্থ্যবিষয়ক বই : মাদকাসক্তি বিষয়ক পূর্ণাঙ্গিক বাংলা বই

স্বাস্থ্যবিষয়ক বই : মাদকাসক্তি বিষয়ক পূর্ণাঙ্গিক বাংলা বই

যেকোনো রোগের জন্য রোগী ও তার পরিবারকে ভোগান্তিতে পড়তে হয়। মাদকাসক্তি এমন একটি মন-ব্রেইনের রোগ যেটি শুধু রোগীকে কিংবা পরিবারকে ভোগায় না; এ রোগের কারণে সমাজ, রাষ্ট্রের সবাইকে যন্ত্রণার শিকার হতে হয়। বাংলাদেশে এখন অনেক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে। কিন্তু এর কোনো পূর্ণাঙ্গিক বাংলা ভাষায় বই বের হয়নি। এই অনুভবটা আমাদের অনেকের। ডা. মো তাজুল ইসলাম তাঁর মাদকাসক্তি বইটিতে মাদকসংক্রান্ত পূর্ণাঙ্গ একটি চিত্র তুলে ধরেছেন। এ ক্ষেত্রে মাদকাসক্তি সম্পর্কে জানার আগ্রহ ও প্রয়োজন মেটবে। ৪৪৮ পৃষ্ঠার বইটিতে ১৫টি অধ্যায়ে মাদকাসক্তির কারণ, ধরন, প্রকৃতি, চিকিৎসা ও প্রতিরোধ সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়েছে। বইটি লেখা হয়েছে সহজ-সরল ভাষায়। বিশেষ করে বইটি মাদকাসক্ত রোগী, তাদের অভিভাবক, সামাজিক সংগঠন, এনজিও, ক্লিনিক, রি-হ্যাব সেন্টারসহ সাধারণ মানুষের প্রয়োজন ও চাহিদা মেটার দাবিদার। এ ছাড়া বইটি কাজে লাগবে বিশেজ্ঞ চিকিৎসক, মেডিকেল ও কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং বিজ্ঞানমনস্ক, গবেষণাকর্মী ও বিভিন্ন একাডেমির জন্য একটি রেফারেন্স বই হিসেবে।

মাদকাসক্তি
ডা. মো. তাজুল ইসলাম
প্রচ্ছদ: সাইম রানা
মূল্য: ৬৬০ টাকা
প্রকাশক: অক্ষরসংস্কৃতি

You may also like