দেশে লাইসেন্সপ্রাপ্ত ৪১ বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের (বস্নাড ব্যাংক) সর্বশেষ তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। চলতি মাসের মাঝামাঝিতে এ তালিকা প্রকাশ করা হয়। আর লাইসেন্স নেই এমন বস্নাড ব্যাংক এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষদের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ তালিকার বাইরে থাকা বস্নাড ব্যাংকগুলোর বিরম্নদ্ধে খুব শীঘ্রই অভিযান শুরম্ন হবে। পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত বস্নাড ব্যাংকগুলোতে নিরাপদ রক্ত পরিসঞ্চালন করানো হয় কিনা তা জোরালোভাবে মনিটর করবে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মোঃ সিফায়েত উলস্নাহ জনকণ্ঠকে জানান, জনসাধারণের নিরাপদ জীবনের বিষয়টি বিবেচনায় এনে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বাইরে থাকা বস্নাড ব্যাংকগুলো অবৈধ হিসেবে বিবেচিত হবে। সাধারণ মানুষের উচিত হবে ওই সব অবৈধ বস্নাড ব্যাংক এড়িয়ে চলা।
স্বাস্থ্য অধিদফতর জানায়, জনস্বাস্থ্যের বিষয়টি গুরম্নত্বের সঙ্গে বিবেচনায় এনে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সাধারণ মানুষ রক্ত গ্রহণ ও দেয়ার ৰেত্রে সাবধান হতে পারবেন। লাইসেন্সপ্রাপ্ত বস্নাড ব্যাংকগুলো হচ্ছে_সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বস্নাড ব্যাংক, রাজধানীর এ্যাপোলো হাসপাতাল, শানত্মিনগরের স্বেচ্ছা রক্তদান কর্মসূচী, ধানম-ির ল্যাব এইড বস্নাড ব্যাংক, লালমাটিয়ার সিটি হাসপাতাল লিমিটেড, পান্থপথের স্কয়ার হাসপাতাল, গুলশানের ইউনাইটেড লি., ধানম-ির কিডনি ফাউন্ডেশন, বড় মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল, ধানম-ির গ্রীন ভিউ ক্লিনিক বস্নাড ব্যাংক, মহাখালীর দ্য ঢাকা ক্লিনিক এ্যান্ড বস্নাড ব্যাংক, মিরপুর রোডের বাংলাদেশ বস্নাড ব্যাংক এ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার, ঢাকার হুমায়ুন রোডের ফেমাস বস্নাড ব্যাংক, ঢাকার ফুলবাড়ীয়ার সেক্রেটারিয়েট রোডের লাইভ সেভ বস্নাড ব্যাংক এ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন সেন্টার, ধানম-ির নিউ বাংলাদেশ প্যাথলজি এ্যান্ড বস্নাড ব্যাংক, মহাখালীর আমতলীর রোগী কল্যাণ বস্নাড ব্যাংক এ্যান্ড ডে কেয়ার সেন্টার, পশ্চিম ধানম-ির জয়নুল হক শিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতাল লি., শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ধানম-ির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল, নাটোরের দিঘাপাতিয়ার লাস্টার থ্যালাসেমিয়া বস্নাড ব্যাংক, রাজধানীর ধানম-ির ওরিয়েন্টাল বস্নাড এ্যান্ড প্যাথলজি সেন্টার, ফুলবাড়িয়ার সেক্রেটারিয়েট রোডস্থ ঢাকা বস্নাড ব্যাংক এ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার, শাহবাগ বারডেম হাসপাতাল, ধানম-ির ঢাকা সিটি বস্নাড ব্যাংক এ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার, বগুড়ার গোকুলের রফাতুলস্নাহ কমিউনিটি হাসপাতাল, রাজধানীর নাজিমউদ্দিন রোডের ন্যাশনাল বস্নাড এ্যান্ড প্যাথলজি সেন্টার, বড় মগবাজার এলেঙ্ ডায়াগনস্টিক সেন্টার, শাহবাগের রেটিনা বস্নাড ব্যাংক, টাঙ্গাইলের ছোট কালিবাড়ী ব্রতী বস্নাড ব্যাংক, চট্টগ্রামের ওআর নিজাম রোডের লাইফ সেভ বস্নাড ব্যাংক এ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার, রাজধানীর কলাবাগানের দি ডায়াগনস্টিক এ্যান্ড প্যাথলজি সেন্টার, গ্রীন রোডের মেডিকেয়ার বস্নাড ব্যাংক এ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার, শ্যামলীর সেবিকা বস্নাড ব্যাংক এ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার, কলাবাগানের ক্রস ম্যাচ বস্নাড ব্যাংক এ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার, সাভার থানা রোডের নিরাময় বস্নাড ব্যাংক লি., কুমিলস্না পুলিশ লাইনের নিউ সেভ লাইভ বস্নাড ব্যাংক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, রাজধানীর মালিবাগ নিউ সাকর্ুলার রোডের ক্রম ম্যাচ বস্নাড ব্যাংক এ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার লি., পশ্চিম পান্থপথের আলিফ বস্নাড ব্যাংক এ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার, নাটোর মাদ্রাসা মোড়ের নাটোর বস্নাড ব্যাংক, রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার ফাতেমা মেমোরিয়াল ডায়াগনস্টিক মেডিক্যাল সার্ভিসেস এ্যান্ড বস্নাড ব্যাংক এবং দৰিণ যাত্রাবাড়ীর লাইভ বস্নাড এ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার।
সুত্র : দৈনিক জনকণ্ঠ