গর্ভাবস্থায় জ্বর কতটুকু ঝুঁকিপূর্ণ ও করণীয় কী?

গর্ভাবস্থায় জ্বর আসলে প্রথমেই মায়েদের মনে যে প্রশ্নটা আসে তা হলো গর্ভের বাচ্চা ঠিক আছে কিনা। কিন্তু প্রথমেই যেটা দরকার তা হলো ডাক্তারের সাথে কথা বলে জ্বর নামানোর ব্যাবস্থা করা। এরপরের কাজ হোল কি কারণে জ্বর হলো তা খুঁজে বের করা। কারণ গর্ভাবস্থায় জ্বর বেশিরভাগ সময়ই অন্য কোন উপসর্গের লক্ষণ যা গর্ভের বাচ্চার ক্ষতির কারণ হতে পারে।

স্বাস্থ্য টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে এ বিষয়ে কথা বলেছেন ডা. ফাহিম আহমেদ রূপম। তিনি বর্তমানে সিটি স্কিন সেন্টার-এর চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডা. ফাহিম আহমেদ রূপম
চিফ কনসালটেন্ট, সিটি স্কিন কেয়ার, শান্তিনগর, ঢাকা
যোগাযোগ: সিটি স্কিন সেন্টার, শান্তিনগর রোড, মালিবাগ, ঢাকা।
ফোন: +88029331205

Exit mobile version