শিশু কীভাবে সুস্থ থাকবে, এ নিয়ে বাবা-মায়ের রাজ্যের চিন্তা। বেশ শীত পড়েছে এখন। শিশু ও বয়োবৃদ্ধদের এখন সর্দি-কাশি, জ্বরের সময়। তাই সাবধান। আমাদের শরীরের সাধারণ তাপমাত্রা ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট। ১ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে তা স্বাভাবিক তাপমাত্রা ৯৯.৫ ডিগ্রি। জ্বর হলে সাধারণ তাপমাত্রা বেড়ে যায়। শিশুর জ্বরে করণীয় নিয়ে বলেছেন ডা. ফাহিম আহমেদ রূপম। তিনি বর্তমানে সিটি স্কিন সেন্টার-এর চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডা. ফাহিম আহমেদ রূপম
চিফ কনসালটেন্ট, সিটি স্কিন কেয়ার, শান্তিনগর, ঢাকা
যোগাযোগ: সিটি স্কিন সেন্টার, শান্তিনগর রোড, মালিবাগ, ঢাকা।
ফোন: +88029331205