জেনে রাখুন, সুস্থ থাকুন
শরীরে কালো ছোপ! বাড়ছে মারাত্মক বিপদ
প্রায়ই শরীরে কালো কালো ছোপ পড়তে দেখা যায়। একসময় এই কালো ছোপ মাংসপিণ্ডের মতো বাড়তে থাকে। যারা এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন, তাদের জন্য হতে পারে এটি অনেক বড় বিপদের কারণ।
এই কালো কালো ছোপ এবং মাংসপিণ্ড বৃদ্ধি ক্যান্সারের লক্ষণ। তাই সাবধানতা বাড়াতে নিজেকে হতে হবে অনেক বেশি সতর্ক। সম্প্রতি ব্রিটেনে এক ব্যাক্তির সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে। সেই ব্যক্তির শরীরে বাড়ছিল এমনই এক মাংসপিণ্ড। একসময় যা শিংয়ের মতো দেখাচ্ছিল। দৈর্ঘ্যে ৫.৫ ইঞ্চি সেই মাংসপিণ্ডকে অপারেশন করে সরিয়ে ফেলা হয়। এর জন্য ক্যান্সারে আক্রান্ত হতে পারতেন সেই ব্রিটিশ ব্যক্তি।
তাই শরীরের এসব কালো কালো ছোপ অবহেলা করা ঠিক নয়। এই সমস্যার সৃষ্টি হয় সূর্যরশ্মি থেকে। ত্বকের ওপর এসব কালো ছোপে squamous cell carcinoma (SCC) থাকে। যা ধীরে ধীরে শরীরের মধ্যে বাড়তে থাকে। তবে সঠিক সময়ে ট্রিটমেন্টে করা গেলে ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সূত্র: বিবিসি