Connect with us

যৌন স্বাস্থ্য

কিডনি সমস্যা : প্রস্রাব করতে একটু দেরি হলে মনে হয় আমার বুক বন্ধ হয়ে আসছে

সমস্যা: আমি রুবেল। বয়স ২৫ বছর। ওজন ৪৮ কেজি। আমার ঘন ঘন প্রস্রাবের বেগ হয়। বাথরুমে প্রায় এক মিনিট বসে থাকার পর প্রস্রাব বের হয়এবংতা চিকন নালি হয়েবের হয়।তা-ও একটু বের হয়েবন্ধ হওয়ার পর আবার বের হয়—এভাবে চাপ দিয়েপুরোপুরি শেষকরতে হয়। যদি কোনো কারণে প্রস্রাব ধরে রাখি বা প্রস্রাব করতে একটু দেরি হয়, তাহলে মনে […]

Published

on

সমস্যা: আমি রুবেল। বয়স ২৫ বছর। ওজন ৪৮ কেজি। আমার ঘন ঘন প্রস্রাবের বেগ হয়। বাথরুমে প্রায় এক মিনিট বসে থাকার পর প্রস্রাব বের হয়এবংতা চিকন নালি হয়েবের হয়।তা-ও একটু বের হয়েবন্ধ হওয়ার পর আবার বের হয়—এভাবে চাপ দিয়েপুরোপুরি শেষকরতে হয়। যদি কোনো কারণে প্রস্রাব ধরে রাখি বা প্রস্রাব করতে একটু দেরি হয়, তাহলে মনে হয়, আমার বুক বন্ধ হয়ে আসছে এবংগলা খুব শুকিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না প্রস্রাব করি, ততক্ষণপর্যন্ত অস্বস্তিতে ভুগি।
প্রস্রাব করার পরপরই আরাম বোধকরি এবংগলা শুকানোর কারণে এক চুমুক পানি খাই, যদিও আমি সারা দিন পানি কম খাই। উল্লেখ্য, আমার আইবিএস আছে, কিন্তু ডায়াবেটিস নেই।
উপরিউক্ত বিষয়েভারতের অ্যাপোলো হাসপাতালের চিকিৎসককে দেখিয়েছিলাম। কাগজপত্র সঙ্গে পাঠালাম।আশা করি, সঠিক সমাধান দিয়ে আমাকে উপকৃত করবেন।
রুবেল, পাথরঘাটা, চট্টগ্রাম।

পরামর্শ: আপনার প্রশ্ন ও পরীক্ষার রিপোর্ট দেখে মনে হয়, আপনি প্রস্রাবের থলির মুখের প্রতিবন্ধকতা রোগে ভুগছেন।আপনাকে আগে যে চিকিৎসকেরা ওষুধ দিয়েছেন, এ ধরনের ওষুধই আপনার জন্য প্রয়োজন। এখন একজন ইউরোলজিস্টের পরামর্শনিয়েওষুধের মাত্রা নির্ধারণ করে নিয়মিত ওষুধ ব্যবহারের সঙ্গে সঙ্গে পানি পানের পরিমাণ নিয়ন্ত্রণ করলে আপনি ভালো থাকবেন।

কাজী রফিকুল আবেদীন
সহকারী অধ্যাপক (ইউরোলজি), ইউরোলজিস্ট অ্যান্ড এন্ড্রোলজিস্ট
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, ঢাক

Continue Reading
Advertisement