Connect with us

নির্বাচিত

ওষুধ কেনার সময় প্রয়োজনীয় সাবধানতা

ওষুধ মানুষের জীবন রক্ষা করে। ঠিক একইভাবে নকল বা মেয়াদউত্তীর্ণ ওষুধ একজন মানুষের জীবনও কেড়ে নিতে পারে খুব সহজেই। তাই ওষুধ কেনার আগে কিছু বিষয়ে সতর্ক অবলম্বন করা প্রয়োজন। প্রেসক্রিপশনে লেখা ওষুধই কিনুন। দোকানদার অন্য কোম্পানির ওষুধ দিলে নিবেন না। সবসময় লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকেই ওষুধ কিনুন। সাধারণ মনোহারি দোকান থেকে ওষুধ কিনবেন না। ডিসকাউন্ট দেয়া […]

Published

on

ওষুধ মানুষের জীবন রক্ষা করে। ঠিক একইভাবে নকল বা মেয়াদউত্তীর্ণ ওষুধ একজন মানুষের জীবনও কেড়ে নিতে পারে খুব সহজেই। তাই ওষুধ কেনার আগে কিছু বিষয়ে সতর্ক অবলম্বন করা প্রয়োজন।

প্রেসক্রিপশনে লেখা ওষুধই কিনুন। দোকানদার অন্য কোম্পানির ওষুধ দিলে নিবেন না।

সবসময় লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকেই ওষুধ কিনুন। সাধারণ মনোহারি দোকান থেকে ওষুধ কিনবেন না।

ডিসকাউন্ট দেয়া ওষুধের ব্যাপারে সতর্ক হোন।

ওষুধ কেনার পর অবশ্যই ক্যাশমেমো চেয়ে নিবেন।

Advertisement

ওষুধের প্যাকেটটি ঠিকমতো লাগানো বা সিল করা কিনা তা লক্ষ করুন।

ওষুধের প্যাকেটে ব্যাচ নম্বর, তৈরির তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং প্রস্তুতকারক কোম্পানির নাম লেখা আছে কিনা ভালোভাবে দেখে নিন।

ওষুধ সেবনের পর স্বাস্থ্যের কোনো উন্নতি না হলে বা অবনতি ঘটলে তা চিকিৎসককে জানাবেন।

Continue Reading
Advertisement