– জবাই করার জায়গা আগে থেকেই পরিষ্কার করে নিন, যাতে রোগ জীবাণু পশুর দেহে প্রবেশ না করে।
– পশু জবাই করার পর ওই জায়গা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
– এরপর গরম পানিতে এন্টিসেপটিক লিকুইড (ডেটল, সেভলন, বি্লচিং পাউডার, ক্লোটেঙ্) মিশিয়ে ভালো করে ধুয়ে নিন।
– খালি জায়গা হলে বি্লচিং পাউডার ছিটিয়ে দিন।
– পশুর মলমূত্র, আবর্জনা, রক্ত যেখানে-সেখানে না ফেলে গর্তে মাটিচাপা দিন কিংবা পুড়িয়ে ফেলুন।
– সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় নির্দিষ্ট ডাষ্টবিন আছে, সেখানে ময়লা ফেলুন। অথবা পশুর বর্জ্য নেওয়ার জন্য নির্দিষ্ট ট্রাক-ভ্যানে ময়লা দিয়ে আসুন।
– সিটি কপর্োরেশনের কন্ট্রোলরুমের নির্দিষ্ট ফোন নম্বরে জানালে কর্মীরা এসে নিয়ে যাবে। নম্বর পাবেন ঈদের কয়েকদিন আগের পত্রিকায় ও টেলিভিশনে।