Home বিবিধত্বকের লেজার চিকিৎসায় কি ক্যানসার হয়?

ত্বকের লেজার চিকিৎসায় কি ক্যানসার হয়?

https://www.youtube.com/watch?v=-SRcCAsIbw8

বর্তমানে ত্বকের যেকোনো রোগের চিকিৎসায় এখন লেজার ব্যবহার করা হয়। ত্বকের আধুনিক চিকিৎসায় লেজার ট্রিটমেন্ট বেশ জনপ্রিয়। লেজার চিকিৎসা করলে ক্যানসার হয় কি না বা লেজারের আলো ত্বকের কোনো ক্ষতি করে কি না- এসব নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। এ প্রসঙ্গে কথা বলেছেন বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আসিফুজ্জামান। তিনি গ্রীণ লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট এর কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

যোগাযোগ: ৫৫/২, ইউনিয়ন হাইটস ( লেভেল -৪), পশ্চিম পান্থপথ, ঢাকা – ১২০৫।
বিস্তারিত জানতে কল করুন- 01717445255

https://www.youtube.com/watch?v=-SRcCAsIbw8

You may also like