ইহেলথ২৪ ডেস্ক: ঘন্টার পর ঘন্টা টুইটারে সময় কাটানো ‘অস্বাস্থ্যকর’ বলে সতর্ক করেছেন সাইটটির সহ প্রতিষ্ঠাতা বিজ স্টোন।
মাইক্রোব্ল¬গিংয়েরও সৃষ্টিশীল এই পরিচালক বলেন, ব্যবহারকারীরা কোনো তথ্যের জন্য সাইটে ঢুকবে। কিন্তু তথ্যটি পেয়ে যাওয়ার পর তাদের সেখান থেকে বেরিয়ে আসা উচিত।
কানাডার ‘বোর্ড অব ট্রেড অব মেট্রোপলিটান মনট্রিল’ আয়োজিত এক ব্যবসায়িক সম্মেলনে বুধবার এসব কথা বলেন তিনি।
স্টোন বলেন, একটানা ঘন্টার পর ঘন্টা টুইটার ব্যবহার করা “স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।”
তিনি বলেন, “আমি এ ধরনের ইন্টারনেট ব্যবহার পছন্দ করি যখন আপনি কোন সাইটে ঢুকলেন এবং এরপর বেরিয়ে আসলেন কারণ আপনি আপনার প্রয়োজনীয় তথ্যটি পেয়ে গেছেন বা আপনি এমন কিছু পেলেন যা খুব মজাদার এবং নতুন কিছু শিখলেন।”
তিনি আরো বলেন, “আমি মনে করি এটিই সবচেয় স্বাস্থ্যকর ইন্টারনেট ব্যবহারবিধি। তবে অবশ্যই আমরা চাই আপনি বারবার ফিরে আসুন।”