॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, অসহায় মোঃ বাদশার জীবন বাঁচাতে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাঁর গলায় একটি টিউমার ধরা পড়েছে। তিনি স্বাভাবিক উপায়ে কোন কিছুই খেতে পারেন না। পাইপের মাধ্যমে তাঁকে খাওয়ানো হচ্ছে। তাঁর গলায় পচন ধরতে শুরু করেছে।
জরুরী ভিত্তিতে অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাঁর চিকিৎসার পেছনে প্রতিদিন ৩ হাজার টাকা খরচ হচ্ছে। ঋণ ও ধারের টাকা দিয়ে এতদিন তাঁর চিকিৎসা চলে আসছিল।
টাকার অভাবে বর্তমানে তাঁর চিকিৎসা বন্ধ রয়েছে। বাদশার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। তিনি একজন দিনমজুর। তাঁর দু’ ছেলে দেলোয়ার হোসেন ও কবির হোসেনও দিনমজুর। চিকিৎসার পেছনে সহায়সম্বল হারিয়ে নিস্ব হয়ে গেছে পরিবারটি।
এমতাবস্থায়, অসহায় বাদশার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় পরিবার।
অসহায় বাদশার চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭১৭১৫৫১৮৭।
আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-মোঃ কামাল হোসেন, এনসিসি ব্যাংক, মগবাজার শাখা, ঢাকা, হিসাব নং ০৩১০০২২২২৮।