শুক্রাণু উৎপাদনে ভূমিকা রাখে এমন একটি জিন চিহ্নিত করেছেন যুক্তরাজ্যের এডিনবরার চিকিৎসা বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এর ফলে ভবিষ্যতে পুরুষের জন্য জন্মনিরোধক বড়ি তৈরি করা সম্ভব হতে পারে।
‘কাটনাল-১’ নামে ওই জিন সুস্থ শুক্রাণু তৈরিতে ভূমিকা রাখে। ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, শুক্রাণু তৈরির চূড়ান্ত পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিনটি।
গবেষকেরা আরও বলছেন, ‘কাটনাল-১’কে প্রতিরোধ করে এমন ওষুধই হতে পারে একধরনের জন্মনিরোধক।
জিনটি চিহ্নিত করার খবরে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের প্রজনন বিশেষজ্ঞ অ্যালান পেইসি বলেন, ‘এমন একটি ওষুধ আসলেই খুব দরকার।’
অন্যদিকে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক লি স্মিথ বলেন, ‘আমরা পরীক্ষা করে এই জিনকে শনাক্ত করার একটা পথ খুঁজে বের করতে পারলে হরমোনবিহীন জন্মনিরোধক তৈরি করতে পারব।’
বিজ্ঞানীরা আশা করছেন, একই কৌশল মানুষের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে এবং কোনো রকম স্থায়ী ক্ষতি না করে শুক্রাণু তৈরি বন্ধ করা সম্ভব হবে।
উল্লেখ্য, বর্তমানে পুরুষের জন্য জন্মনিরোধক হিসেবে মূলত কনডম ও ভ্যাসেকটমি নামের অস্ত্রোপচার এই দুই পদ্ধতি ব্যবহূত হয়।
সূত্র- বিবিসি