সোহরাওয়ার্দী হাসপাতালে ডা. আলীম চৌধুরী লাইব্রেরি উদ্বোধন

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে শহীদ ডা.আব্দুল আলীম চৌধুরী লাইব্রেরি।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ডা. আব্দুল আলীম চৌধুরীর স্ত্রী শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী এই লাইব্রেরির উদ্বোধন করেন। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত ছিলেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া সারাবাংলাকে বলেন, মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অবদান কোনোভাবেই ভুলে যাওয়া যায় না। আর তাই প্রতিটা ক্ষেত্রে তাদের স্মরণ রাখা আমাদের দায়িত্ব। আর সেজন্য হাসপাতালে এই লাইব্রেরির উদ্যোগ নিয়েছি আমরা। এখানে প্রতিদিন ছাত্রছাত্রীরা নিয়মিত পড়াশোনা করতে পারবে।

লাইব্রেরিটিতে মোট ৬০টি আসন আছে, যেখানে পাঠকরা পড়ালেখা করতে পারবেন বলেও জানান ডা. উত্তম কুমার বড়ুয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জায়া শ্যামলি নাসরিন চৌধুরী, শহীদ ডা .আব্দুল আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ছাড়াও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক কাজী মুকুল, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুল রশীদ।

এর আগে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করার নিমিত্তে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বেলা ১২টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো ‘বাঙাালির অহংকারঃ বঙ্গবন্ধু ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভা। উক্ত সভায় চারশত চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন ও আলোকিত করার জন্য প্রায় তিন দশক ধরে আন্দোলন করছে। গত বছর সংগঠনটি বিভিন্ন পেশার তরুণদের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী এই নাগরিক আন্দোলনে যুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে শহীদ ডা. আলিম চৌধুরীর সহধর্মিণী ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী এবং ইন্সটিটিউট অব কনফ্লিক্ট, ল’ এ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশীদ (অবঃ)। আলোচনা সভাটির সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, সূচনা বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির এবং মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনটির চিকিৎসা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

Exit mobile version