বাংলাদেশের অন্যতম বেসরকারী ডেন্টাল শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের অ্যালামনাই সংগঠন ইউডিসিএ (UDCA) এর পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে। দুই বছরমেয়াদী এই কমিটি ২০২১ সাল পর্যন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেল।
২০১৮ সালের মার্চ মাসে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন- ইউডিসিএ-এর নতুন কমিটি ঘোষণার জন্য সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এই ৫ জনকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। এই ৫ জনের নেতৃত্বে গত ২০ ডিসেম্বর ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠা পাওয়া বেসরকারি ডেন্টাল কলেজ ইউডিসির প্রথম এ্যালামনাই গঠিত হয় ২০০৫ সালে। তারই ধারাবাহিকতায় ২০১৯ সালে এসে UDC এর ৩য় পূর্ণাঙ্গ কমিটি গঠিত হল।
নতুন কমিটি প্রসঙ্গে ইউডিসিএ- এর বর্তমান সভাপতি ডা. মাহমুদ হোসেন বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব ইউডিসির উন্নয়নসহ সকল প্রকার সাহায্য সহযোগীতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য।
এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক ডা. খালেদ মোহাম্মদ তান্না বলেন, ইউডিসি অ্যালামনাই প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের এবং সম্মানের। আমি ইউডিসির সকল বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকার চেষ্ঠা করবো।
সাংগঠনিক সম্পাদক ডা. গোবিন্দ ভৌমিক বৃন্দ বলেন, ইউডিসি অ্যালামনাই আমার প্রাণের সংগঠন। সকল ছাত্রছাত্রীদের ভাতৃত্ববন্ধনে বেঁধে, এই প্রতিষ্ঠানের সকলকে নিয়ে ডেন্টিস্ট্রির উন্নতি সাধন করতে ইউডিসি এ্যালামনাই সর্বাত্বক প্রচেষ্টা অব্যহত রাখবে। আমি আরও বলতে চাই এই এ্যালামনাই এর মাধ্যমে আমরা আমাদের নিজেদের স্কীল ডেভেলপ করতে সায়েন্টিফিক সেমিনার সহ সকল সহযোগীতা প্রদান করে তাদেরকে এই ডেন্টাল প্রফেশনে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাই।
কোষাধ্যক্ষ ডা. এনাম আহমেদ বলেন, অনেক সাধনার ফল হিসাবে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পেরছি। আমরা শুরু থেকে ডেন্টাল প্রফেশনে একটা বড় জায়গা ধরে রাখার চেষ্টা করেছি এবং সামনেও করব ইনশাল্লাহ।