স্বাস্থ্য সংবাদ

জন্মনিরোধের নিরাপদ ওষুধ

গর্ভধারণনিরোধের ওষুধ সাধারণত মাসিকের নির্দিষ্ট সময়ান্তে দীর্ঘ মেয়াদে মেয়েদের সেবন করতে হয়। তবে কিছু ওষুধ রয়েছে যা জরুরি মহূর্তে দম্পতিরা ব্যবহার করে থাকেন। তবে এসব ওষুধের কার্যকারিতা নিয়ে ব্যবহারকারীরা মোটেও সন্তুষ্ট নন। কেননা গর্ভ নিরোধকারী ওষুধ সেবন করার পরও দেখা গেছে অনেক মহিলা সন্তানসম্ভবা হয়ে পড়েছেন। তবে মেয়েদের এই দুর্ভাবনা কাটাতে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড […]

Published

on

গর্ভধারণনিরোধের ওষুধ সাধারণত মাসিকের নির্দিষ্ট সময়ান্তে দীর্ঘ মেয়াদে মেয়েদের সেবন করতে হয়। তবে কিছু ওষুধ রয়েছে যা জরুরি মহূর্তে দম্পতিরা ব্যবহার করে থাকেন। তবে এসব ওষুধের কার্যকারিতা নিয়ে ব্যবহারকারীরা মোটেও সন্তুষ্ট নন। কেননা গর্ভ নিরোধকারী ওষুধ সেবন করার পরও দেখা গেছে অনেক মহিলা সন্তানসম্ভবা হয়ে পড়েছেন।
তবে মেয়েদের এই দুর্ভাবনা কাটাতে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রশন প্লান বিওয়ানস্টেপ (লিভেনোরজেস্ট্রেল) ওষুধটিকে অনুমোদন করেছেন। মেয়েদের জন্মনিরোধের সহজতম পদ্ধতি হিসেবে ওষুধটি নিঃসন্দেহে জনপ্রিয় হবে। ওষুধটির একটি ডোজ সেবনে মেয়েরা গর্ভ নিরোধের সক্ষম হবেন। এর আগে এ ধরনের ওষুধের দুটি ডোজ সেবনের প্রয়োজন হতো।

Trending

Exit mobile version