২পাকা পেঁপে মধুর সঙ্গে মিশিয়ে মুখের ত্বকে লাগালে ত্বক নরম থাকে, উজ্জ্বলতা বাড়ে ও রোদে পোড়া দাগ দূর হয়।
পাকা পেঁপে দিয়ে মুখ পরিষ্কার করলে মুখের লাবণ্যতা বাড়ে।
পাকা পেঁপে মুখের মাস্ক হিসেবে ব্যবহার করা যায়।
পেঁপেতে আছে এক ধরনের এনজাইম, যা ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে।
পাকা পেঁপের রস চুলে মেখে ২০/২৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে চুল হবে রেশম কোমল, ঝলমলে।
ত্বকের কালো দাগ দূর করতেও পেঁপে উপকারী।