উৎসাহ উদ্দীপনায় শেষ হলো ডেন্টাল চিকিৎসকদের ত্রিদেশীয় ডেন্টাল অনকোলজি সেমিনার। “ব্রিজিং দ্য গ্যাপ: ইনোভেশন অ্যান্ড ইন্টিগ্রেশন ইন ডেন্টাল অনকোলজি” শিরোনামে দিনব্যাপী এই অনকোলোজি কনক্লেভ অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১০ ডিসেম্বর)। সাপোরো ডেন্টাল কলেজে অনুষ্ঠিতব্য এই আয়োজনে বাংলাদেশ, ভারত ও নেপাল এর ডেন্টাল চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
সাপ্পোরো ডেন্টাল কলেজ ও ফ্যাসিওম্যাক্সিলারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হাবের যৌথ আয়োজিত ডেন্টাল অনকোলোজি কনক্লেভে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এফএইচইএসআর এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ, সাপোরো ডেন্টাল কলেজ হাসপাতাল ও একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আসাদ-উজ-জামান, সাপোরো ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ড. নুরুল আমিন, সাপোরো ডেন্টাল কলেজের সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসিফ খান, নেপালের বিশিষ্ট হেড অ্যান্ড নেক রিকনস্ট্রাকশন সার্জন ড. বাজরাং প্রসাদ শাহ, ভারতের বিশিষ্ট হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন ডা. শক্তি সিং দেওরা এবং বাংলাদেশের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ড. মৌসুমী ইকবাল।
আয়োজনের সমন্বয়কারী ডা. মৌসুমী ইকবাল বলেন, সেমিনারে বেশকিছু ডেন্টাল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং মূল্যবান জ্ঞান আহরণ করেছেন। সেমিনারটি সফল ও কার্যকর করে তোলার জন্য অংশগ্রহণকারী ও আয়োজক বিশেষ করে সায়েন্টিফিক কমিটি, অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডেন্টাল অনকোলোজি কনক্লেভ আয়োজনে সহযোগিতায় ছিল এশিয়ান হেড নেক নেক অনকোলোজি অ্যাসোসিয়েশন ও নেপাল ক্যান্সার ফাউন্ডেশন এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্বাস্থ্য.টিভি।