বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন লিভারকন-২০১৯ শুরু হচ্ছে আগামী ৪ মে। দুইদিন ব্যাপী এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন লিভারকন-২০১৯ আগামী ৪ ও ৫ মে যথাক্রমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
লিভারকন-২০১৯ প্রসঙ্গে সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) জানান, এবারের লিভারকনে দেশের প্রায় ৫০০ লিভার- পরিপাকতন্ত্র মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন। এছাড়াও জাপান, ভারত ও ভুটানের প্রায় ১০ জন লিভার বিশেষজ্ঞ এবং দেশীয় লিভার বিশেষজ্ঞরা এই সম্মেলনে তাদের বৈজ্ঞানিক নিবন্ধন উপস্থাপন করবেন।