Home টিপস & ট্রিকস »ফোসকা পড়লে কী করবেন

ফোসকা পড়লে কী করবেন

কোথাও ফোসকা পড়লে সেটি ভাঙতে বা গলাতে না যাওয়াই উচিত। ফোসকাটি নিজে নিজে শুকিয়ে যেতে সময় দেওয়াই সবচেয়ে ভালো। যদি তা না শুকায়, তবে ফোসকার তলদেশ ছোট সুই দিয়ে ছিদ্র করে ভেতরের পানি বের করে দিতে পারেন। সুইটি অবশ্যই আগুনের শিখায় বা এন্টিসেপটিক লোশনে ডুবিয়ে জীবাণুমুক্ত করে নেবেন।

You may also like