কানে কম শোনা, ভোঁ ভোঁ শব্দ করা, পির পির করা – এরকম সমস্যার কথা অনেকেই বলে থাকেন। এই সমস্যা মাঝে মাঝে দেখা দেয় আবার চলেও যায়। আবার কারো কারো পাকাপাকি ভাবে থেকে যায়। তার সাথে কানে ব্যথা, মাথা ঘোরা, কানে কম শোনা, কান বন্ধ থাকা ইত্যাদি সমস্যা তো আছেই। এই সব সমস্যার জন্য কিছু রোগ দায়ী। আবার বয়স বৃদ্ধ, বা বার্ধক্যজনিত কারণেও হতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা বা চিকিৎসকের পরামর্শ নিলে এমন বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি মিলবে।প্রথমে দেখা যাক কী কারণে এ ধরনের সমস্যা দেখা দেয়। কানের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন স্বাস্থ্য ডটটিভির নিয়োমিত আয়োজন ইমপালস হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের একজন খ্যাতিমান নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. জাহীর আল-আমীন। তিনি ইমপালস্ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান।