ই-হেলথ২৪ ডেস্ক
জাপানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশান্ত মহাসাগরসংলগ্ন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তেজস্ক্রিয়তার আতঙ্ক এখন চরমে। সরকারি অভয়বাণী সত্ত্বেও গত দুই দিন থেকে প্রতিরোধমূলক ওষুধপত্র ক্রয়ের হিড়িক পড়েছে। ক্যালিফোর্নিয়ার খোলাবাজারে মুখোশ ও পটাশিয়াম আয়োডাইডের মজুদ ফুরিয়ে গেছে।
জাপানের সুনামি উপদ্রুত এলাকা এবং বিস্ফোরিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পাঁচ হাজার মাইল দূরে ক্যালিফোর্নিয়ার অবস্থান। মাঝখানে বিশাল প্রশান্ত মহাসাগর। জাপানে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তার আতঙ্ক তীব্রভাবে ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ায়। সেখানে ফেডারেল স্বাস্থ্য অধিদপ্তর জরুরি তথ্যকেন্দ্র স্থাপন করেছে। তেজস্ক্রিয়তা প্রতিরোধে পটাশিয়াম আয়োডাইড কার্যকর বলে সংবাদ প্রচার করা হচ্ছে। এ অবস্থায় গত মঙ্গলবারই ক্যালিফোর্নিয়ার খোলাবাজারে পটাশিয়াম আয়োডাইড শেষ হয়ে গেছে।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মাইক সিসিলা বলেন, পাঁচ হাজার মাইল দূরত্বের কারণেই ক্যালিফোর্নিয়া নিরাপদ। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
এর পরও কর্তৃপক্ষ তেজস্ক্রিয়তা রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ক্যালিফোর্নিয়া সীমান্তে অতিরিক্ত জনবল পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বায়ুমণ্ডল ও দুগ্ধজাত দ্রব্যে তেজস্ক্রিয়তার পরিমাণ ঘন ঘন পরীক্ষা করছেন।
ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্স বোর্ডের বিজ্ঞানী টনি ভেনকারেন বলেন, বিস্ফোরণে মারাত্মক ধরনের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে তা মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিপজ্জনক পর্যায়ের বিস্ফোরণ ঘটলে পাঁচ হাজার মাইলের দূরত্বে তেজস্ক্রিয়তা পৌঁছাতে পাঁচ থেকে ১৫ দিন সময় লাগে বলে এ বিজ্ঞানী জানান।
কানাডার পরিবেশবিজ্ঞানী বিল পেটজার্ট বলেছেন, চেরনোবিল দুর্ঘটনার মতো উপর্যুপরি দুর্ঘটনা ঘটলে আতঙ্কিত হওয়ার কারণ আছে।
বিস্ফোরণের ব্যাপ্তি যদি পাঁচ থেকে আট মাইলব্যাপী হয়, তখনই শুধু যুক্তরাষ্ট্রের পশ্চিম সীমান্ত ও কানাডায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে বিপর্যয়টি এখন পর্যন্ত সে পর্যায়ে পৌঁছায়নি বলে তিনি আশ্বস্ত করেছেন।