বহুমুখী অসুখ পিসিওএস কি, কেন হয়, এর ঝুঁকি এবং করণীয়

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) হল মহিলাদের মধ্যে অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) এর মাত্রা বেড়ে যাবার জন্য কিছু উপসর্গের সমাহার। পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) কি? পিসিওএস (PCOS) হল হরমোন ঘটিত রোগ, যেখানে অনিয়মিত পিরিয়ড, মুখের বা শরীরের উপর অত্যধিক লোম বৃদ্ধি (“Hirsutism”), মাথার চুল পড়া, তৈলাক্ত ত্বক, ব্রণ ও ওজন বৃদ্ধি হতে পারে এবং আল্ট্রাসাউন্ডে পলিসিস্টিক ডিম্বাশয় পাওয়া যায়। উপসর্গগুলি একজন থেকে অন্যজন মহিলার মধ্যে আলাদা হতে পারে।

বিশ্বের নারীরা যে সমস্যাগুলোতে বেশি ভুগে থাকেন, তার অন্যতম হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস)। গবেষণায় দেখা গিয়েছে, প্রতি ১০ জন নারীর ভেতর অন্তত ১ জন এ রোগে আক্রান্ত। পিসিওএস রোগীদের করণীয় বিষয়ে জানিয়েছেন-
অধ্যাপক ডা. গুলশান আরা
প্রাক্তন বিভাগীয় প্রধান, গাইনী অ্যান্ড অবস বিভাগ
এনাম মেডিকেল কলেজ

ডা: মাফরুহা জাহান
সিনিয়র কনসালট্যান্ট
মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়া

অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন-
ডাঃ প্রিয়াংকা পোদ্দার
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল

 

Exit mobile version