জেনে নিন ফ্যাটি লিভারের লক্ষণ, প্রতিরোধের উপায় ও চিকিৎসা

ফ্যাটি লিভার বা চর্বিযুক্ত লিভার বর্তমানে একটি প্রচলিত সমস্যা। সময়মতো চিকিৎসা না নিলে রোগ জটিল হয়ে লিভার সিরোসিসের মতো জটিলতা হতে পারে। এ নিয়ে বিস্তারিত কথা বলেছেন আন্তর্াতিক খ্যাতি সম্পন্ন লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। ডা. মামুন-আল-মাহতাব (স্বপ্নীল) একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও উদ্ধাবক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান। তিনি য়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৫ সালে এমবিবিএস এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে গ্যাস্ট্রো-অ্যান্টারোলজিতে এমএসসি পাশ করেন।

তিনি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালেও রোগিদের সেবা দিয়ে থাকেন। অ্যাপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ: ৯৬৭৬৩৫৬, ৮৬১০৭৯৩-৮

ফ্যাটি লিভারের লক্ষণ, প্রতিরোধের উপায় ও চিকিৎসা | Fatty Liver: Causes, Symptoms, and Diagnosis | Treatment for fatty liver ফ্যাটি লিভার কেন হয় ফ্যাটি লিভার/লিভারে চর্বি—? | এত্তো ভয় কেনো? | ফ্যাটি লিভার কি? বাঁচার উপায় কি? | What is fatty liver? | Why is that? What is the way to survive?

Exit mobile version