Home জেনে রাখুন, সুস্থ থাকুনচুলের গ্রোথ বাড়ায় শিকাকাই

চুল পড়া বন্ধ করতে ও চুলের বৃদ্ধি বাড়াতে শিকাকাই ব্যবহার করতে পারেন চুলের যত্নে। এটি খুশকি দূর করতেও অনন্য। জেনে নিন কীভাবে চুলের যত্নে শিকাকাই ব্যবহার করবেন।

সমপরিমাণ শিকাকাই ও রিঠার সঙ্গে অর্ধেক পরিমাণ আমলকী সারারাত ভিজিয়ে রাখুন পানিতে। পরদিন সকালে মিশ্রণটি ফুটিয়ে ঠাণ্ডা করুন। পানি ছেঁকে রেখে দিন বোতলে। চুল ধোয়ার সময় এই পানি ব্যবহার করুন। চুল হবে ঝলমলে। পাশাপাশি বাড়বে দ্রুত।
২ টেবিল চামচ শিকাকাই গুঁড়া, ৩ টেবিল চামচ টক দই ও কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। মিহি মিশ্রণ তৈরি হলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার অথবা দুইবার ব্যবহার করুন হেয়ার প্যাকটি।
২ চা চামচ করে আমলকীর গুঁড়া, শিকাকাই পাউডার, মেথি গুঁড়া ও ত্রিফলা গুঁড়া মিশিয়ে নিন। এবার দুটি ডিম ফেটিয়ে মেশান। মিশ্রণটি চুলে ৪০ মিনিট লাগিয়ে রাখুন। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
তথ্য: স্টাইল ক্রেজ

You may also like