সমস্যা : কিছুদিন পূর্বে মোটরসাইকেলে অফিসে যাওয়ার পথে অপ্রত্যাশিতভাবে দুর্ঘটনায় তার ডান পায়ের হাঁটুর নিচে ছিলে যায় এবং বেশ ব্যথা অনুভূত হওয়ায় স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা, ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দেন। এক্স-রে পরীক্ষায় কোনো ধরনের ফ্রাকচার ধরা পড়েনি। কিন্তু দু’দিন পর তার আঘাতপ্রাপ্ত জায়গা বেশ ফুলে যায় এবং ব্যথার কারণে এখন আর হাঁটতে পারছি না। সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হলে তিনি বলেছেন হাড় না ভাঙলেও রক্তনালির সমস্যার কারণে ছোটখাটো অপারেশনের দরকার হতে পারে। এ অবস্থায় তার কী করণীয়, তা জানতে চেয়েছেন।
আফসার আলী, ঈশ্বরদী, পাবনা।
সমাধান : মোটরসাইকেলসহ অন্যান্য সড়ক দুর্ঘটনায় হাত-পা ভেঙে না গেলেও অনেক সময় ছোট-বড় ক্ষতসহ ত্বকের নিচে রক্ত জমাট বাঁধতে দেখা যায়। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে আর ব্যথার ওষুধ সেবন করে নিশ্চিত হয়েছেন; কিন্তু এরপরই শুরু আসল জটিলতা। মোটরসাইকেল দুর্ঘটনায় মাংসপেশিসহ হাড়ে প্রচণ্ড চোট পাওয়ার কথা, চামড়া ছিঁড়ে গেলে ভেতরে কাদা-মাটি ঢুকতে পারে এবং শুধু ছিলে গেলে কম্পার্টমেন্টাল সিন্ড্রোম দেখা দিতে পারে। সার্জারি বিশেষজ্ঞ নিশ্চয়ই আপনার শরীর পরীক্ষা করে দেখেছেন। এ ক্ষেত্রে আপনার উচিত কালবিলম্ব না করে একজন ভাসকুলার সার্জানের শরণাপন্ন হওয়া এবং পরবর্তী সময়ে হাড়ের সমস্যা থাকলে তার চিকিৎসা নেওয়া।
সমাধান: অধ্যাপক ডা. এম আমজাদ হোসাইন
চিফ কনসালট্যান্ট ও হেড ডিপার্টমেন্ট অব অর্থোপেটিক সার্জারি
ল্যাবএইড হাসপাতাল, ঢাকা