এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজি (APAO)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক আভা হোসেন।
চক্ষু চিকিৎসায় বাংলাদেশি নারী চিকিৎসক অধ্যাপক ডা. আভা হোসেনের আগে প্রতিষ্ঠানটির ৬০ বছরের ইতিহাসে কোন নারী এই সর্বোচ্চ পদে আসীন হতে পারেননি।
বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।
তিনি বলেন, এটি বাংলাদেশের চক্ষু চিকিৎসক সমাজের জন্য বিরল সম্মানের। APAO-এ চীন, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর ও ভারতসহ বড় ও প্রভাবশালী দেশের উপস্থিতিতে এ বিজয় বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। APAO-এ বাংলাদেশ আগে কখনও এত বড় পদ অর্জন করতে পারেনি।
ডা. নুজহাত চৌধুরী আরও বলেন, এ বিজয়ের আরেকটি বড় দিক হলো, APAO এর ইতিহাসে বাংলাদেশের নারীদের অর্জনে এও এক মাইলফলক বটে। শুধু বাংলাদেশী নয়, আজ দেখেছি APAO এর প্রতিটি নারী চিকিৎসক আনন্দে উদ্বেলিত।
তিনি বলেন, ‘আজ বাংলাদেশী দলটি যখন এই ছোটখাটো মানুষটার পিছনে হেঁটেছে, তখন তারা মাথা উঁচু করে বলেছে, আমরা বাংলাদেশের, আমরা আভা ম্যাডামের ছাত্র। ক’জন পারে দেশকে বিদেশীদের কাছে এভাবে সন্মানিত করতে? ম্যাডাম আপনাকে অভিনন্দন। দেশকে আরো সন্মান এনে দিন- এই কামনা করি। আপনার জন্য এক বুক ভালবাসা।’
এর আগে ২০১৫ সালের ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল চীনের গুয়ানজোতে অনুষ্ঠিত একাডেমীর ৩০তম কংগ্রেসে সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক আভা হোসেন। সেবার চীন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
অধ্যাপক আভা হোসেন সার্ক একাডেমী অব অপথ্যালমোলজি, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি ও বাংলাদেশ কমিউনিটি অপথ্যালমোলজিক্যাল সোসাইটির সভাপতি ছিলেন। চক্ষু চিকিৎসক হিসেবে দেশের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার আলীম ম্যামোরিয়াল গোল্ড মেডেল অর্জন করেন তিনি।
বাংলাদেশের নারীদের এ রকম আরো অর্জনে তার এ বিজয় মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করছেন বিশিষ্টজনেরা।
আন্তর্জাতিক কোনো সংগঠনের নির্বাচনে এ রকম সম্মানজনক বিজয়ের জন্য বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আভা হোসেনকে মেডিভয়েসের পক্ষ থেকে অভিনন্দন।